সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে ১৫ মার্চ ২০২১ খ্রি. সোমবার রাজস্ব প্রকল্পের আওতায় স্থাপিত বারি হাইসান-৩৩ সূর্যমুখী প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক হোসেন খান এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার শাহ পারভেজ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম বাদশা, উপসহকারী কৃষি অফিসার মশিউর রহমান ও সুহেব মাহমুদ, সদর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মাফিজ আলী, ইউপি সদস্য আতাউর রহমানসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ইমাম মাওলানা আব্দুল আউয়াল। স্বাগত বক্তব্যে মশিউর রহমান কৃষিতে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন।
প্রধান অতিথি লিপি বেগম বলেন ছাতকের কৃষিতে এখন জোয়ার বইছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কৃষিতে সফলতার কোন বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে তোফিক হোসেন খান বলেন, তরুন কৃষক শিপন আহমেদের মত সব তরুনকে এগিয়ে আসতে হবে। তবেই কৃষিতে আসবে কাঙ্খিত সফলতা।
ছাতক উপজেলা কৃষি অফিসের আয়োজনে উক্ত মাঠ দিবসে শতাধিক কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।
Powered by Facebook Comments