মুহিব খান
বাংলার মাটি যদি হয়ে যায় সোনা
সোনার ফসল সব হয়ে যাবে মাটি।
উঠোনে হবেনা আর লাউ গাছ বোনা
কৃষক যাবেনা আর আল পথে হাটি।
ফুটবেনা ফুল আর পলাশের শাখে
থাকবেনা বনভূমি, সবুজের মেলা।
হবেনা গাঁয়ের মাঠে ধূলো বালি মেখে
ছুটোছুটি, লুটোপুটি, ডাংগুলি খেলা।
মাটির মায়ায় কারো কাঁদবেনা মন
মানুষ নেবেনা আর মাটির কসম।
মাটির বাঁধনে মোরা হয়েছি আপন
বুঝি গো মাটির জ্বালা বড় নির্মম।
সোনার বাংলা রবে যারা উন্মাদ
বাংলাকে সোনা দিয়ে নিক তারা মুড়ে।
অধমের চাওয়া শুধু সাড়ে তিন হাত
মাটি রেখো অভাগার কবরের তরে।
Powered by Facebook Comments