
চলতি মৌসুমে ধানের নমুনা শস্য কর্তন করে ফসলের গড় ফলন বের করলেন উপজেলা কৃষি অফিস আটপাড়া। জনাব ফয়জুন নাহার নিপা, উপজেলা কৃষি অফিসার, আটপাড়া তিনি আরও জানান যে বিগত বছরের তুলনায় চলতি বোরো -২০২৩ অর্থ বছরের বোরো আবাদ বৃদ্ধি পেয়েছে এবং ফলন ও আশানুরূপ হয়েছে। কৃষক ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন ৮০% ধান পেকে গেলেই যেন দ্রুত ধান কর্তন শুরু করেন। এতে বণ্যার হাত থেকে ফসলকে রক্ষা করা যাবে সেই সাথে কৃষকের মূখেও হাসি ফুটবে।