প্রিয় ডিঃ কৃষিবিদ নিয়োগ প্রত্যাশীগন আপনাদের প্রতি রইল শুভকামনা। আপনাদের কাংক্ষিত লক্ষ্য পূরণ করে সাফল্যের শীর্ষে আরোহণ করেন চাষাবাদ ডট কম সেই আশাবাদ করে।
আপনার অভিষ্ঠ লক্ষ্য পূরনে এবারের পর্বে চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি তৈরি করেছেন ডিঃকৃষিবিদ জোবায়ের কায়সার(উপসহকারী কৃষি কর্মকর্তা)। আমাদের চাষাবাদ ডট কম এর সাথেই থাকুন( www.chashabad.com )।
এসএএও নিয়োগ প্রস্তুতি – পর্ব -১৩
১) সবজি ও ফল নিম্নের কোনটির মূল উৎস?
ক)আমিষ জাতীয় উপাদানের
খ)শর্করা জাতীয় উপাদানের
গ)ভিটামিন ও খনিজ পদার্থের
ঘ)স্নেহ জাতীয় খাদ্য উপাদানের
ঙ)কোনটিই নয়।
২) ফল ও সবজি শক্তি আহরণ করে কী ভাবে?
ক)প্রস্বেদন প্রক্রিয়ায়
খ)শ্বসন প্রক্রিয়ায়
গ)ইথাইলিন প্রস্তুত প্রক্রিয়ায়
ঘ)সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়
ঙ)কোনটিই নয়।
৩) আংশিক বায়ুশূন্য ঘরে ঠাণ্ডাকরণ বেশি উপযোগী কোনটির জন্য?
ক)ফলের জন্য
খ)মূলজাতীয় সবজির জন্য
গ)পাতা বহুল সবজির জন্য
ঘ)আলুর জন্য
ঙ)কোনটিই নয়।
৪) ফলের গুণগত মান বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক)পুষ্টিমানকে
খ)বাহ্যিক চেহারাকে
গ)গুনগত বৈশিষ্ট্যর পর্যায়কে
ঘ)উচ্চ ফলনশীলতাকে
ঙ)কোনটিই নয়।
৫) পাকা আমের বেলায় কোনটি পুষ্টি মূল্য হিসেবে বিবেচিত হয়?
ক)অম্ল
খ)ভিটামিন সি
গ)চিনি
ঘ)বিটাক্যারোটিন
ঙ)কোনটিই নয়।
৬) টমেটোতে ক্ষত হওয়ার কারণ কী?
ক)গীষ্মকালীন ফসল বলে
খ)ঠাণ্ডায় জমে গিয়ে ফেটে যায় বলে
গ)শ্বসন ও প্রস্বেদন তাড়াতাড়ি হয় বলে
ঘ)পাতলা ত্বক ও নরম গঠন প্রকৃতির জন্য
ঙ)কোনটিই নয়।
৭) উদ্যানতত্ত্বের শাখা কোনটি?
ক)সবজি বিজ্ঞান
খ)ফুল বিজ্ঞান
গ)ফল বিজ্ঞান
ঘ)সবকয়টিই
ঙ)কোনটিই নয়।
৮) এক বর্ষ জীবী সবজি কোনটি?
ক)শিম
খ)পেয়াজ
গ)আদা
ঘ)হলুদ
ঙ)কোনটিই নয়।
৯) মালভেসী গোত্রের সবজি কোনটি?
ক)চাকুর
খ)বরবটি
গ)পেয়াজ
ঘ)রসুন
ঙ)কোনটিই নয়।
১০) মাঝারী গভীর মূল বিশিষ্ট্য সবজি কোনটি?
ক)বেগুন
খ)সজিনা
গ)আলু
ঘ)পেয়াজ
ঙ)কোনটিই নয়।
১১) শাখা কলমের মাধ্যমে বংশ বিস্তার করে কোনটি?
ক)পটল
খ)হলুদ
গ)পানি কচু
ঘ)আদা
ঙ)কোনটিই নয়।
১২) শীত কালীন ফুল কোনটি?
ক)কসমস
খ)দোপাটি
গ)জিনিয়া
ঘ)বোতাম
ঙ)কোনটিই নয়।
১৩) কোন গাছের উচ্চ কেন্দ্র ট্রেনিং করা হয়?
ক মেহগুনি
খ)কাঁঠাল
গ)আম
ঘ)গোলাপ
ঙ)কোনটিই নয়।
১৪) ক্রুশিফেরা গোত্রের ফসল কোনটি?
ক)সরিষা
খ)সয়াবিন
গ)চীনা বাদাম
ঘ)সূর্যমুখী
ঙ)কোনটিই নয়।
১৫) খরায় গাছের বৃদ্ধি কম হয় কেন?
ক)সালোকসংশ্লেষণ সমস্যা
খ)শ্বসন
গ)কোষ বিভাজন সমস্যা কারণে
ঘ)পানি শোষণ সমস্যা
ঙ)কোনটিই নয়।
১৬) লোনা পানির চিংড়ি কোনটি?
ক)বাগদা চিংড়ি
খ)চাকা চিংড়ি
গ)হরিণা চিংড়ি
ঘ)সবকয়টি
ঙ)কোনটিই নয়।
১৭) বাগদা চিংড়ি ডিম পারে কত গভীরে?
ক)১০ থেকে ১৫ ফ্যাদম সাগরের গভীরতায়
খ)১৫ থেকে ২০ ফ্যাদম সাগরের গভীরতায়
গ)৫ থেকে ১০ ফ্যাদম সাগরের গভীরতায়
ঘ)৫ থেকে ১৫ ফ্যাদম সাগরের গভীরতায়
ঙ)কোনটিই নয়।
১৮) নিচের কোনটি ছাগলের জাত ?
ক)এ্যাংগোরা
খ)সেভিয়ট
গ)লিনকন
ঘ)ড্যাম
ঙ)কোনটিই নয়।
১৯) ১ থেকে ২০ সপ্তাহের মুরগীর বাচ্চাকে কী বলে?
ক) লেয়ার
খ)চিকেন
গ)পুলেট
ঘ)বয়লার
ঙ)কোনটিই নয়।
২০) সরাসরি ব্যবহার করলে দুর্গন্ধ হয় কিসের?
ক)মুরগির বিষ্ঠার
খ)গোবর
গ)জৈবসার
ঘ)রাসায়নিক সার
ঙ)কোনটিই নয়।
আজকের(১৩পর্ব) সমাধান দেয়া হবে আগামী পর্বে।।
নিয়োগ প্রস্তুতি – পর্ব ১২-(কৃষি বিভাগ) এর সমাধান –
উত্তরঃ১২ এর উত্তর-
১।খ)আলু,আনারস,পেঁপে,আম
২।খ)কফি
৩।ক)জৈব পদার্থ যোগ হয়
৪।ক)ফলন বেশি হয়
৫।গ)পোকার মাকড়ের আক্রমণ বেশি
৬।খ)কাঞ্চন
৭।গ)বীজবাহিত
৮।ক) নাইট্রোজেন
৯।খ)টি এস পি
১০।ঘ)সবকটিই
১১।খ)তরল
১২।ক)১০-১২
১৩।খ)পামড়ি
১৪।খ)৩০-৪০
১৫।খ)ঝরা ধান
১৬।খ)শিম জাতীয় দানা ফসল
১৭।খ)৮-৯মাস
১৮।ঘ)৫-৬ মাস
১৯।ক)পাট পচানোর পানির অভাবে
২০।খ)২৫-১৫ সেমি।।
[বিঃদ্রঃ- প্রয়োজনে লাইক,শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন।]
Powered by Facebook Comments