এ কি অশ্রু এ কি রক্ত ! – আল মাহমুদ
আমরা ভালোবাসতে বাসতে হয়ে গেছিপ্রেমের এক ফোঁটা অশ্রুজল।একদা এই এক ফোঁটা অশ্রুজলকে স্থান করে দিতেকারা যেন তাজমহল গড়ে তুলেছিল।ব্যপারটা আমরা না বললেও ইতিহাসআপন মনে নিজের কথা নিজেই বলতে থাকে। আমরা সেই ভাষা শিখিনি বলেকিছু পড়তে পারি না।আমরা নিজেকে মূর্খ বলতেও লজ্জাবোধ করি।তবু, কে যেন আমাদের পাশ থেকেবলে ওঠে শিশুর মতো কলরব তুলে-ঐ তো তাজমহলপাথরে লেখা […]