সাহিত্য ও মননশীলতা

বৈষম্য – নির্মল ভৌমিক

মনে রাখবা এখানে বৈষম্যশেকড়ে গাঁথা,আর এই বৈষম্য যুগে যুগেবদলায় কেবল তার রুপের ধারা।- যতই স্লোগান ধরোবৈষম্যের ঠাঁই নাই ঠাঁই নাই-গোড়া খুঁজে দেখো ভাইবৈষম্য আজও শিরায় শিরায়।- একদল বাজেট চায়-বাজেট পায়,অন্যদল বাজেট হারায়-জুটে মিথ্যের দোহাই,কবে কে-বৈষম্যহীন চেতনে হেঁটেছেএই বাংলার কোন রাস্তায়?- খুঁজে দেখো সবে ঘরে আর বাইরে,বৈষম্য প্রতিরোধে যারা একদিনইতিহাসে হয়েছিল সোচ্চার-তারাও হয়তো প্রলোভনের কাছেকরেছে নতি […]