তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?
তুমি আছো মিশে পুরো লাল সবুজেই।
মিশে আছো ঘাসের শিশিরে
বিহগের কিচিরমিচিরে
ভোরের সোনালী আভায়
তুমি আছো মিশে পুরো বাংলায়।
মিশে আছো কোটি অন্তরে
স্বাধীনতার শত মন্তরে
বাঙালি জাতি সত্তায়
তুমি আছো মিশে পুরো পতাকায়।
মিশে আছো বজ্র কণ্ঠে
স্বপ্নদ্রষ্টা শ্বাশত কণ্ঠে
জাগ্রত বাঙালি চেতনায়
তুমি আছো মিশে ধ্বনিময় বাংলায়।