আক্ষেপ – হুসাইন মুহাম্মদ ফাহিম

কবিতা পাঠের উপযুক্ত হবার আগেই
মেয়েটি ছেলেটির প্রেমে পড়লো।
ছেলেটি তাকে শেখালো
আলিঙ্গনপদ্ধতি
ও চুম্বনের বিবিধ কৌশল।
মেয়েটি ছেলেটির সঙ্গে
অন্ধকারে সাজালো পৌরাণিক বাসর
এবং তাদের সম্পর্কের ভিত মজুদ করলো
বিতারিত ইবলিস।
মেয়েটিকে আমি
হৃদয় শেখাতে চেয়েছিলাম।
অথচ কবিতা পাঠের উপযুক্ত হবার আগেই
সে ছেলটির প্রেমে পড়লো!