সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?
তুমি আছো মিশে পুরো লাল সবুজেই।

মিশে আছো ঘাসের শিশিরে
বিহগের কিচিরমিচিরে
ভোরের সোনালী আভায়
তুমি আছো মিশে পুরো বাংলায়।

মিশে আছো কোটি অন্তরে
স্বাধীনতার শত মন্তরে
বাঙালি জাতি সত্তায়
তুমি আছো মিশে পুরো পতাকায়।

মিশে আছো বজ্র কণ্ঠে
স্বপ্নদ্রষ্টা শ্বাশত কণ্ঠে
জাগ্রত বাঙালি চেতনায়
তুমি আছো মিশে ধ্বনিময় বাংলায়।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

দেশপ্রেম সাধনা – কনক চন্দ্র রায়

পলি মাটি দিয়ে গড়া আমাদের এই বাংলাদেশ,ফলে কত সোনার ফসল, রূপের তার নাইকো শেষ।মাতা-পিতা, ভাই- বোন ও আত্মীয়-স্বজন,সবাই মিলে সুখের