সাহিত্য ও মননশীলতা

শাহ পারভেজ এর সমসাময়িক ছড়া

দিনে গরম, রাতে গরম
গরম সারাক্ষণ
দারাজ গরম,মেজাজ গরম
গরম তনুমন।

ডানে গরম,বামে গরম
গরম চারিদিক
উপর গরম,নিচ গরম
গরম দিকবিদিক।

ছাতা গরম, মাতা গরম
গরম ভাঙ্গা পথ
নেতা গরম,কথা গরম
গরম মেলা রথ।

ভাষণ গরম, আসন গরম
গরম রাজনীতি
ভোট গরম, চোট গরম
গরম কুটনীতি।

হাট গরম,বাজার গরম
গরম দ্রব্যমূল
ঘাট গরম,মাঠ গরম
গরম ঘাসফুল।

শহর গরম, নগর গরম
গরম পাড়া গ্রাম
গ্রীষ্ম গরম, দামে চরম
গরম কাঁঠাল আম।

সুরমা গরম,কুশি গরম
পদ্মা গরম ব্রীজে
রাস্তা গরম, গাড়ি গরম
চাকা গরম গ্রীজে।

বউ গরম, জামাই গরম
গরম ছেলে বুড়ো
যুবক গরম,যুবতি গরম
ফাগুন হলে শুরু।

পানি গরম, আগুন গরম
গরম বৃক্ষমালা
ভাবী গরম,দোলা গরম
গরম শালী শালা।

আকাশ গরম, বাতাস গরম
গরম নাসার ছবি
এজে গরম,বর্ষা গরম
গরম চম্পা,ববি।

দাইমা গরম, তাজেল গরম
গরম মাহফুজুর
হিরো গরম,আলম গরম
গরম চানাচুর।

লোড গরম,শেডিং গরম
গরম বিদ্যুৎ কাকা
রুম গরম, ঘুম গরম
গরম হাতপাখা।

আস্তে গরম, জোড়ে গরম
গরম লাগছে বেশ
টেক গরম, লিয়া গরম
গরম বাংলাদেশ।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।