সাহিত্য ও মননশীলতা

আসলো বনে ভোট – তাজ উদ্দিন সম্রাট 

আসলো বনে ভোট
বাঁধলো সবাই জোট,
শেয়াল, কুকুর প্রার্থী হলো
মুরগি দেবে ভোট। 

মুরগির চোখের বাতিক
চেনে না ঠিক প্রতীক, 
আনলো ডেকে ইঁদুর-বেড়াল,
আনলো ডেকে বেঁজি 
ভোট হলো খুব ইজি।

হারলো ভোটে কুকুর, আহা!
জিতলো পাঁজি শেয়াল,
সব কুকুরে এক হয়ে তার
করলো দশা বেহাল।

প্রাণের ভয়ে পালায় শেয়াল
গর্তে বুড়ো ঠ্যাং 
তার ভিতর ব্যাঙ ডাকে
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।