ক্যারিয়ার

উপসহকারী কৃষি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার পরামর্শ

আজকে আমরা পিএসসি’র অধীনে উপসহকারী কৃষি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ো কিছু পরামর্শ তুলে ধরতে চাই।


কয়েকদিন থেকে অনেকেই জানতে চেয়েছেন, উপসহকারী কৃষি অফিসার পদের MCQ ধরনের প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস কী হবে, কী পড়বো?
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ব্যাখ্যা ও উত্তরসহ বাজারে অনেক প্রকাশনীর বই পাওয়া যায়। এই রকম একটা বই সংগ্রহ করে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশটুকু ভালোভাবে পড়লে (ব্যাখ্যাসহ) আপনাদের প্রিলিমিনারি পরীক্ষায় ৭০-৯০% কমন পাবেন।

বইগুলোতে ১০ম থেকে বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া থাকে। এই ধরনের বইটা এতো ছোট যে, বাংলা, ইংরেজি ও সাধারণ অংশটুকু ২-২.৫ মাসে মুখস্থ করে ফেলা সম্ভব।

লেখকঃ

মোঃ দেলওয়ার হোসেন
উপ-সহকারী প্রকৌশলী
গণপূর্ত অধিদফতর।
(পিএসসি কর্তৃক একাধিক চাকুরিতে সুপারিশ প্রাপ্ত)।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

ক্যারিয়ার

উপসহকারী কৃষি অফিসার নিয়োগ প্রস্তুতির জরুরি টিপস্

বদিউল আলম তন্ময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের “উপসহকারী কৃষি কর্মকর্তা” পদের প্রিলিমিনারীর জন্য যে যে বইগুলো দিয়ে প্রস্তুতি শুরু করা
ক্যারিয়ার

পিএসসি’র মাধ্যমে সরকারি চাকুরিতে নিয়োগ পাওয়ার প্রক্রিয়া

মোঃ দেলওয়ার হোসেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সরকারি চাকুরিতে নিয়োগ পাওয়ার প্রক্রিয়া।উপ-সহকারী কৃষি কর্মকর্তা নন-ক্যাডার ১০ম গ্রেডের পদ। এই