সাহিত্য ও মননশীলতা

তখন আমি বাঙ্গালী – শাহ পারভেজ

তখন আমি বাঙ্গালী
মাটির বুক ছিড়ে ছিড়ে যখন ক্লান্ত
তখন শান্ত জলে তৃষ্ণা নিবারন করি।
শুটকি মাছ আর আলুর পাতলা ঝোলে
ক্ষেতের পাশেই যখন সাদা ভাত গিলি
তখন আমি বাঙ্গালী।

সদ্য নামানো ভাতে পানি ঢেলে নয়
রাতের বেঁচে যাওয়া ভাতে পানির আদরে
ইলিশে নয়, মরিচ আর পেঁয়াজের ঝাঁজে
যখন পানতা ভাতে রোজ কবজি ডুবাই
তখন আমি বাঙ্গালী।

শুট,বুট পড়ে বাবু সাব নয়
লুঙ্গি, গামছার শীতল পড়শ আর
মায়ের শাড়ির আচলে যখন মুছি হাত
যখন হাতপাখার বাতাসে দোল খাই
তখন আমি বাঙ্গালী।

শীতলপাটির বিছানায় এলানো গায়ে
যখন নকশীকাঁথার মায়ায় জড়াই
এলোকেশে দিতে পারি বেলি ফুলের মালা
যখন বলতে পারি এ সব আমার, আমাদের
তখন আমি বাঙ্গালী।

যখন লোক দেখানো পানতা ইলিশে নয়
নয় একদিনের বাঙ্গালীয়ানা
যখন প্রতিদিন আমি চিৎকার করে
বলতে পারি বাংলা আমার, আমি বাংলার
তখন আমি বাঙ্গালী।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।