|| এ. কে. আজা ফাহিম ||
বাদামী গাছ ফড়িংঃ
- পূর্ণ বয়স্ক ফড়িং বাদামী রঙের হয়।
- পূর্ণ বয়স্ক ফড়িং লম্বা পাখা ও ছোট পাখা বিশিষ্ট হয়।
- বাচ্চা ও পূর্ণ বয়স্ক উভয় অবস্থায়ই ধান গাছের গোড়ায় বসে রস শুষে খায়।
- সাধারণত কাইচ থোড় শুরুর থেকে এ পোকার আক্রমণ দেখা যায়।
- এ পোকা বোরো ও আমন মওসুমে ধান গাছে আক্রমণ করে থাকে।
ক্ষতির নমুনাঃ
- প্রথম পর্যায়ে বাচ্চাগুলোর রঙ সাদা থাকে এবং পরে বাদামী রঙ ধারণ করে।
- বাচ্চা ও পূর্ণ বয়স্ক উভয়ই গাছের গোড়ায় থেকে রস শুষে খায়।
- বিপুল সংখ্যক পোকা রস শুষে খাওয়ার ফলে ধান গাছ শুকিয়ে মারা যায়, এতে হপার বার্ণ বা ফড়িং পোড়ার সৃষ্টি হয়।
- আর্দ্র ও ছায়া যুক্ত স্থান ও জমিতে পানি জমে থাকলে আক্রমণ বেশী হয়।
দমন ব্যবস্থাপনাঃ
- বোরোতে ফেব্রুয়ারী ও আমনে আগস্ট মাসের শুরু থেকে নিয়মিত ধান গাছের গোড়া ভালো ভাবে পর্যবেক্ষণ করতে হবে।
- আলোক ফাঁদ ব্যবহার করে ডিম পাড়তে আসা লম্বা পাখা বিশিষ্ট ফড়িং দমন করতে হবে।
- জমিতে রোপন দূরত্ব বাড়িয়ে দিতে হবে। ধানের চারা ২৫X১৫ সেন্টিমিটার বা ২০X২০ সেন্টিমিটার দূরত্বে রোপন করলে গাছ প্রচুর আলো বাতাস পায় এতে পোকার স্বাভাবিক বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটে।
- উর্বর জমিতে ইউরিয়া সার উপরি প্রয়োগ থেকে বিরত থাকুন। আক্রমণ প্রবণ এলাকায় অতিরিক্ত ৫ কেজি পটাশ সার উপরি প্রয়োগ করুন।
- ধান গাছের গোড়ায় পোকা দেখা গেলে জমিতে জমে থাকা পানি সরিয়ে দিতে হবে।
- ধান ক্ষেতে দু’হাত পর পর বিলি কেটে দিয়ে গাছের গোড়ায় আলো বাতাস ঢুকার ব্যবস্থা করতে হবে।
- আগাম জাত ও প্রতিরোধী ধানের জাত চাষ করুন (ব্রি ধান-৩৫) ।
- শতকরা ৫০ ভাগ গাছে ২-৪ টি ডিমওয়ালা স্ত্রী পোকা পাওয়া গেলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন। যেমন- কোটান ৫০ ডব্লিউজি, রেইস ২০ এসএল, এডমায়ার ২০ এসএল, মিপসিন ৭৫ ডব্লিউপি, একতারা ২৫ ডব্লিউজি, সানমেক্টিন ১.৮ ইসি, এসাটাপ ৭৫ এসপি প্রভৃতি কীটনাশক হতে যেকোন একটা বোতলে বা প্যাকেটে উল্লেখিত মাত্রায় অবশ্য গাছের গোড়ায় ডাবল নজল বিশিষ্ট্য স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করুন।
- সিনথেটিক পাইরিথ্রয়েড গ্রুপের কীটনাশকসমূহ (যেমন- সাইপারমেথ্রিন, আলফা-সাইপারমেথ্রিন, লেমডা-সাইহেলোথ্রিন, ডেল্ট্রাথ্রিন ও ফেনভেলারেট) ধান ফসলে ব্যবহার করা যাবেনা।
- বাদামী গাছ ফড়িংয়ের আক্রমণ দেখা দিলে এলাকার সবাই মিলে এ পোকা দমনের জন্য জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- ক্ষেতের ধান শতকরা ৮০ ভাগ পেকে গেলে অবশ্য কেটে ফেলুন।