সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,
কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে।

কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,
নানির দয়ার গল্প লেখা বনের তরুলতায়।
নিরাশ হতে দেখিনি কভু এই জামানায় তাকে,
দিনরাত্রি কাটতো সদা আপন প্রভুর ডাকে।

জীবন ছিল সাদামাটা সহজ পরিপাটি,
ফুলের মত আখলাক তার যেন স্বর্ণ খাটি।
মন চেতনে খুব যতনে জিকির ফিকিরতা,
দ্বীনের আলোয় আলোকিত নিয়ে পবিত্রতা।

চাহিদা তার অল্প ছিল,মনটা ছিল বড়,
শত্রুকেও করতো আপন হয় যদি সে পরও।
মায়ের মা তাই মায়ের মতন সেবা দিত আহা,
এমন মানুষ নেই ধরাতে ভাবতে পারিনা তাহা।

জায়নামাজে আঁখি জলে কই প্রভুরে ডাকি
এমন সোনার মানবীকে দিও বেহেশতে রাখি।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।
সাহিত্য ও মননশীলতা

দেশপ্রেম সাধনা – কনক চন্দ্র রায়

পলি মাটি দিয়ে গড়া আমাদের এই বাংলাদেশ,ফলে কত সোনার ফসল, রূপের তার নাইকো শেষ।মাতা-পিতা, ভাই- বোন ও আত্মীয়-স্বজন,সবাই মিলে সুখের