চলমান কৃষি

পহেলা বৈশাখে ব্রি হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রে ধান কাটা উদ্বোধন

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে আজ ১৪ এপ্রিল ২৪ খ্রি. (১ লা বৈশাখ ১৪৩১) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট – ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান ব্রি হবিগঞ্জের মাঠ পরিদর্শন করেন এবং ব্রি ধান৮৮ এবং ব্রি ধান৯৬ কর্তন করে ফার্মের ধান কাটা উদ্বোধন করেন।

পরবর্তীতে কৃষক মাঠে স্থাপিত ব্রি ধান৯২, ব্রি ধান১০২, ব্রি হাইব্রিড ধান৩ ও ব্রি হাইব্রিড ধান৮ এর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। এছাড়াও এলার্ট গবেষণা প্লট এবং বানিয়াচং এর কাগাপাশা হাওর পরিদর্শন করেন।

এসময়ে তিনি মাঠ এবং হাওর পরিদর্শন করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চলমান কৃষি

ইরির তত্ত্বাবধানে খাগড়াছড়িতে উচ্চ ফলনশীল ধানের বাম্পার ফলন

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি গ্রামে এবং সদর উপজেলার ভূয়াছড়ির নতুন বাজার গ্রামে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) তত্ত্বাবধানে কম সময়ে
চলমান কৃষি

সিলেটের বিশ্বনাথে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী (৮-১০ মে) কৃষি