সাহিত্য ও মননশীলতা

যায়রে যায় চলে – শাহ পারভেজ

যায়রে যায় চলে অফারের মাস
যা করার করে নাও পূন্যের চাষ।
নেকির বীজ বুনে করে নাও উসল
এক-এ পাবে সত্তর লাভের ফসল।
সংযমে দিয়ে মন আক্বিদায় রোজ
একাগ্রতায় করো মালিকের খোঁজ।

যায়রে যায় চলে রহমের মাস
রহমে ডুবে থাকো যেন বারোমাস।
এমন করিয়া করো ইবাদত সবে
বান্দার ডাকে যেন খুশি হোন রবে।
যেন সদা মালিকের রহমত পাও
নিরবে, নির্জনে তারে ডেকে যাও।

মাগফিরাতের মাস যায়রে চলে,
লিখো নাম তোমারি মালিকের দলে।
রবের ছায়াতলে আশ্রয় নাও
প্রভুর দ্বারে তুমি ক্ষমা ভিক চাও।
সফল হবে তুমি ইহো জনমে
রবে নাকো ভয় আর পরজনমে।

যায়রে যায় চলে নাজাতের মাস
যা করার করে নাও মুক্তির চাষ।
এ মাসে ফুটাও তুমি কদরের ফুল
মুছে দিতে আছে যত ভ্রান্তি ও ভুল।
পরম করুনাময় যদি হয় কবুল।
ফুটে যাবে জীবনে মুক্তির ফুল।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।