বারি মাল্টা-১ এর সঠিক হার্ভেস্টিং টাইম সম্পর্কে জানুন
অপরিপক্ক ফল কিনে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন।
বর্তমানে বাজারে বারি মাল্টা-১ প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। অতি মুনাফা লোভীদের কারনে বাজারে সবুজ রঙের অপরিপক্ক বারি মাল্টা-১ এর সয়লাব দেখা যাচ্ছে।
বারি মাল্টা-১ আর্লি হার্ভেস্টিং করলে-
- ফল অপরিপক্ক থাকে;
- ফল পর্যাপ্ত রসালো হয় না এবং
- কিছুটা পানসে টক স্বাদযুক্ত হয়।
মনে রাখবেন, বারি মাল্টা-১ সঠিকভাবে পরিপক্ক হলে-
- ফল আকারে বড় হবে;
- ফলের বোটার দিকের কুঁচকানো ভাবটা কম থাকবে, প্রায় মসৃণ হয়ে যাবে;
- ফলের বোটার দিকের পয়সা আকৃতির চিহ্নটি কিছুটা অস্পষ্ট হয়ে যাবে;
- ফলের রঙ গাঢ় সবুজ হতে হালকা সবুজ ধারণ করবে।
- ফল খেতে অবশ্য সুমিষ্ট হবে।
অসময়ে এই ফল কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। যার কারণে বারি মাল্টা-১ এর প্রতি ক্রেতাদের মাঝে একটি বিরূপ মনোভাব তৈরী হচ্ছে, যা মোটেও কাম্য নয়। অথচ বারি মাল্টা-১ স্বাদে, সাইজে ও মিষ্টতায় অতুলনীয় এবং আমাদের দেশে চাষ উপযোগি অত্যন্ত সম্ভাবনাময়ী একটি উচ্চমূল্য ফল।
তাই সকলের প্রতি আহবান- অসময়ে অপরিপক্ক ফল ‘বারি মাল্টা-১’ কিনে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন।
‘বারি মাল্টা-১’ ফলটি জনপ্রিয় করতে সহায়তা করুন।
বারি মাল্টা-১ পরিপক্ক হওয়ার সময় হচ্ছে : সেপ্টেম্বরের মাঝামাঝি হতে অক্টোবরের শেষ পর্যন্ত।