চলমান কৃষি ফুল ও ফল

অপরিপক্ক বারি মাল্টা-১ কিনে প্রতারিত হবেন না

বারি মাল্টা-১ এর সঠিক হার্ভেস্টিং টাইম সম্পর্কে জানুন
অপরিপক্ক ফল কিনে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন।


বর্তমানে বাজারে বারি মাল্টা-১ প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। অতি মুনাফা লোভীদের কারনে বাজারে সবুজ রঙের অপরিপক্ক বারি মাল্টা-১ এর সয়লাব দেখা যাচ্ছে।

বারি মাল্টা-১ আর্লি হার্ভেস্টিং করলে-

  • ফল অপরিপক্ক থাকে;
  • ফল পর্যাপ্ত রসালো হয় না এবং
  • কিছুটা পানসে টক স্বাদযুক্ত হয়।

মনে রাখবেন, বারি মাল্টা-১ সঠিকভাবে পরিপক্ক হলে-

  • ফল আকারে বড় হবে;
  • ফলের বোটার দিকের কুঁচকানো ভাবটা কম থাকবে, প্রায় মসৃণ হয়ে যাবে;
  • ফলের বোটার দিকের পয়সা আকৃতির চিহ্নটি কিছুটা অস্পষ্ট হয়ে যাবে;
  • ফলের রঙ গাঢ় সবুজ হতে হালকা সবুজ ধারণ করবে।
  • ফল খেতে অবশ্য সুমিষ্ট হবে।

অসময়ে এই ফল কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। যার কারণে বারি মাল্টা-১ এর প্রতি ক্রেতাদের মাঝে একটি বিরূপ মনোভাব তৈরী হচ্ছে, যা মোটেও কাম্য নয়। অথচ বারি মাল্টা-১ স্বাদে, সাইজে ও মিষ্টতায় অতুলনীয় এবং আমাদের দেশে চাষ উপযোগি অত্যন্ত সম্ভাবনাময়ী একটি উচ্চমূল্য ফল।

তাই সকলের প্রতি আহবান- অসময়ে অপরিপক্ক ফল ‘বারি মাল্টা-১’ কিনে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন।

‘বারি মাল্টা-১’ ফলটি জনপ্রিয় করতে সহায়তা করুন।

বারি মাল্টা-১ পরিপক্ক হওয়ার সময় হচ্ছে : সেপ্টেম্বরের মাঝামাঝি হতে অক্টোবরের শেষ পর্যন্ত।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চলমান কৃষি

ইরির তত্ত্বাবধানে খাগড়াছড়িতে উচ্চ ফলনশীল ধানের বাম্পার ফলন

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি গ্রামে এবং সদর উপজেলার ভূয়াছড়ির নতুন বাজার গ্রামে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) তত্ত্বাবধানে কম সময়ে
চলমান কৃষি

সিলেটের বিশ্বনাথে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী (৮-১০ মে) কৃষি