দানা জাতীয় ফসল

আউশ মওসুমের লবণাক্ততা ও খরা সহিষ্ণু জাত – ব্রি ধান৫৫

ব্রি ধান৫৫ জাতের বৈশিষ্ট্যঃ

  • পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০০ সে. মি.।
  • ১০০০ টি পুষ্ট ধানের ওজন ২৩.৫ গ্রাম।
  • চালে প্রোটিনের পরিমাণ ৮.৩%।
  • চাল লম্বা ও মাঝারি চিকন।

বীজ বপনঃ

  • ০৫ বৈশাখ-১৭ বৈশাখ অর্থাৎ ১৮ এপ্রিল – ৩০ এপ্রিল পর্যন্তÍ বীজতলায় বীজ বপন করার উপযুক্ত সময়।

চারা রোপনঃ

  • ২০-২৫ দিন বয়সের চারা রোপন করতে হয়।

জীবনকালঃ

  • এ জাতটির জীবন কাল ১০০ দিন।

ফলনঃ

  • এজাতটির ফলন ৫.০ টন/ হেক্টর।
  • (বিঘা প্রতি প্রায় ১৬ .৭ মন)।

ফসল কর্তনঃ

  • ৩০ শ্রাবণ-২০ ভাদ্র অর্থাৎ ১৪ আগষ্ট-৪ সেপ্টেম্বর পর্যন্তÍ ফসল কাটার উপযুক্ত সময়।

ব্রি ধান৫৫ জাতটির বিশেষ প্রয়োজনীয়তাঃ

  • এটি মধ্যম মাত্রার লবণাক্ত (৮-১০ ডিএস/মিটার ৩ সপ্তাহ পর্যন্ত) সহনশীল এবং খরা সহিষ্ণু জাত।
  • এ জাতটি দেশের খরাপ্রবণ এলাকায় চাষাবাদ উপযোগী।
  • এ জাতটি আগাম হলেও অধিক ফলনশীল।
Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দানা জাতীয় ফসল

ধানের জাত পরিচিতি | আউশের নতুন জাত ব্রি ধান৯৮

এ. কে. আজাদ ফাহিম ব্রি ধান ৯৮ জাতের বৈশিষ্ট্যঃ১। ব্রি ধান৯৮ তে আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান।২। পূর্ণ বয়স্ক
চলমান কৃষি দানা জাতীয় ফসল

এসে গেছে ডায়াবেটিক ধান, ডায়াবেটিস রোগীরাও নিয়মিত খেতে পারবেন ভাত

নিত্য নতুন আধুনিক ধানের জাত উদ্ভাবন করে নিয়মিত চমক দেখাচ্ছেন বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউট এর বিজ্ঞানীরা। তারই ধারাবাহিকতায় এবারের সুখবর