ব্রি ধান৫৫ জাতের বৈশিষ্ট্যঃ
- পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০০ সে. মি.।
- ১০০০ টি পুষ্ট ধানের ওজন ২৩.৫ গ্রাম।
- চালে প্রোটিনের পরিমাণ ৮.৩%।
- চাল লম্বা ও মাঝারি চিকন।
বীজ বপনঃ
- ০৫ বৈশাখ-১৭ বৈশাখ অর্থাৎ ১৮ এপ্রিল – ৩০ এপ্রিল পর্যন্তÍ বীজতলায় বীজ বপন করার উপযুক্ত সময়।
চারা রোপনঃ
- ২০-২৫ দিন বয়সের চারা রোপন করতে হয়।
জীবনকালঃ
- এ জাতটির জীবন কাল ১০০ দিন।
ফলনঃ
- এজাতটির ফলন ৫.০ টন/ হেক্টর।
- (বিঘা প্রতি প্রায় ১৬ .৭ মন)।
ফসল কর্তনঃ
- ৩০ শ্রাবণ-২০ ভাদ্র অর্থাৎ ১৪ আগষ্ট-৪ সেপ্টেম্বর পর্যন্তÍ ফসল কাটার উপযুক্ত সময়।
ব্রি ধান৫৫ জাতটির বিশেষ প্রয়োজনীয়তাঃ
- এটি মধ্যম মাত্রার লবণাক্ত (৮-১০ ডিএস/মিটার ৩ সপ্তাহ পর্যন্ত) সহনশীল এবং খরা সহিষ্ণু জাত।
- এ জাতটি দেশের খরাপ্রবণ এলাকায় চাষাবাদ উপযোগী।
- এ জাতটি আগাম হলেও অধিক ফলনশীল।