দানা জাতীয় ফসল

ধানের জাত পরিচিতি | আউশের নতুন জাত ব্রি ধান৯৮

এ. কে. আজাদ ফাহিম

ব্রি ধান ৯৮ জাতের বৈশিষ্ট্যঃ
১। ব্রি ধান৯৮ তে আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান।
২। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০৩-১০৬ সে. মি.
৩। ডিগপাতা খাড়া এবং পাতার রং গাঢ় সবুজ থাকে।
৪। চাল লম্বা, চিকন ও সাদা। ভাত ঝরঝরে।
৫। ১০০০ টি পুষ্ট ধানের ওজন ২২.৬ গ্রাম।
৬। চালে অ্যামাইলোজ ২৭.৯%।
৭। চালে প্রোটিনের পরিমাণ ৯.৫%।

জীবনকালঃ
এ জাতটির জীবন কাল ১১২ দিন।


ফলনঃ
গড় ফলন ৫.০৯ টন/ হেক্টর। (বিঘা প্রতি প্রায় ১৭ মন) তবে অনুক‚ল পরিবেশে ও উপযুক্ত পরিচর্যায় ৫.৮৭ টন/ হেক্টর পর্যন্ত ফলন দিতে সক্ষম।


ব্রি ধান ৯৮ জাতটির বিশেষ প্রয়োজনীয়তাঃ


১। ব্রি ধান৯৮ একটি স্বল্প জীবনকালীন জাত।
২। ব্রি ধান৯৮ এর জীবনকাল রোপা আউশ মওসুমে বিআর২৬ এর সমান।
৩। এ জাতটির জীবনকাল স্বল্প হওয়ায় রোপা আউশ মওসুমে এ ধান আবাদ করা পর আমন ধান আবাদের সুযোগ তৈরী হবে।
৪। এ জাতে রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত অন্য জাতের চেয়ে অনেক কম।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চলমান কৃষি দানা জাতীয় ফসল

এসে গেছে ডায়াবেটিক ধান, ডায়াবেটিস রোগীরাও নিয়মিত খেতে পারবেন ভাত

নিত্য নতুন আধুনিক ধানের জাত উদ্ভাবন করে নিয়মিত চমক দেখাচ্ছেন বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউট এর বিজ্ঞানীরা। তারই ধারাবাহিকতায় এবারের সুখবর
দানা জাতীয় ফসল

বোরো মওসুমের জাত ব্রি ধান৫০ : বাসমতি নয় বাংলামতি

https://www.youtube.com/embed/5tK77SPGDno?si=zEASnx2MsKueHJew ব্রি ধান৫০ জাতের বৈশিষ্ট্যঃ পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ৮২ সে. মি.। গাছ সহজে হেলে পড়ে না। চাল লম্বা, চিকন