বিশ্বব্যাপী বিলিয়ার্ড বা স্নুকার খেলার ইতিহাস ও বাংলাদেশে আগমন
স্নুকার বা বিলিয়ার্ড খেলা আবিষ্কৃত হয়েছিল এই ভারতীয় উপমহাদেশেই। ব্রিটিশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা, নেভিল চেম্বারলিন, খেলাটি ভারতের জব্বলপুরে বসে প্রথম খেলেছিলেন। চেম্বারলিন তখন ডেভোনশায়ার রেজিমেন্ট নিয়ে জব্বলপুরে অবস্থান করছিলেন। সময়টা ১৮৭৫ সাল। স্রেফ অবসর কাটাতে গিয়েই এই খেলার ভাবনা মাথায় আসে চেম্বারলিনের। ওটাক্যামান্ড ক্লাবে তিনি প্রথম স্থাপন করেন বিলিয়ার্ড টেবিল। তিনি নিজেই এই টেবিলের নকশা […]