পলি মাটি দিয়ে গড়া আমাদের এই বাংলাদেশ,
ফলে কত সোনার ফসল, রূপের তার নাইকো শেষ।
মাতা-পিতা, ভাই- বোন ও আত্মীয়-স্বজন,
সবাই মিলে সুখের বাস, সবাই আপনার জন।
সুখের রাজ্য চলে যায়, দুখের সাথে বাস,
আসে কত আক্রমণ, অপশাসন- করে সর্বনাশ।
দুইশত বছরের ইংরেজ শাসন অবসান হলে,
জিন্নাহভাই ক্ষমতা পেলেন, দ্বিজাতি তত্ত্বের তরে।
আশায় মোরা বাঁধি বুক, স্বপ্ন দেখি মনে তাই,
আমরা সবাই ভাই ভাই, উন্নতি হবে চিন্তা নাই।
অল্প দিনেই স্বপ্নভঙ্গ দেখিয়ে দিল পশ্চিম পাকিস্তান,
ওরা নাকি বড় জাতি, আমরা সবাই ধূলি সমান।
তাইতো তাদের বড় বড় পদ, মাথার উপর ঘুরায় ছড়ি,
আমরা সবাই দাস- দাসী, তাদের পরেই মরি বাঁচি।
ভাটির দেশের সোনার মাটি, ফসল ফলে রাশি রাশি,
রপ্তানি হয় বাংলার পাট, টাকা যায় ইসলামাবাদ।
বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার বুলি,
ওরা বলে, উর্দু হবে রাষ্ট্রভাষা, সবাই উর্দু বলি।
এমনি করেই করে তারা শাসন নামক ত্রাস,
২৩ বছর ধরে চলে বাংলা মায়ের সর্বনাশ।
দুঃখ, কষ্ট, অপমান সহে, বাংলা মায়ের দামাল ছেলে,
প্রথম আন্দোলন শুরু করে, রাষ্ট্রভাষা বাংলা বলে।
এইতো হলো পথ দেখা, এইতো হলো শিক্ষা,
সকল দাবি করব আদায়, এই আমাদের দীক্ষা।
৬২, ৬৬, ৬৯ শেষে এলো সত্তরের নির্বাচন,
বাঙালির ভালোবাসায়, জয়ী হলো মুজিবের দল।
বাংলায় এবার আসবে সুদিন, দেশ চালাবে বাঙালী,
সম্মান নিয়ে বাঁচবো সবাই, হবো দেশের কান্ডারী।
হায়, হায়, হায় ইয়াহিয়া ষড়যন্ত্রের মূল মন্ত্রী,
কালক্ষেপন ছলে করে অস্ত্র, বারুদ, সৈন্য মজুদ।
অবশেষে ২৫ শে মার্চ, রাত্রি যখন সাড়ে ১১ টা,
ঘুমন্ত, নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে হায়নারা।
শেষ রাত্রে বঙ্গবন্ধু দিলেন ডাক- স্বাধীনতা চাই,
“আজ হইতে বাংলাদেশ স্বাধীন” শুনো ভাই, শুনো সবাই।
৯ মাস যুদ্ধ চলে, কেউ থাকতে পারে না ঘরে,
চাষ নেই, খাবার নেই, কোলের শিশু না খেয়ে মরে।
যা আছে তাও নিয়ে যায় পাকিস্তানি হানাদার,
গরু, ছাগল কিংবা নারী বাদ যায় না কোনটাও।
৩০ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমে
রক্ত, রক্ত, রক্ত দিয়ে অবশেষে বিজয় আসে।
স্বাধীন বাংলা, স্বাধীন দেশ, থাকবো সুখে, নেইকো ক্লেশ।
ভাষা আমার মাতৃসুধা, দেশ আমার মাতৃ স্বরূপ,
বাঙালি মোরা ভাই ভাই, গরবো যে দেশ অপরূপ।
দেশ মাতার অতীত দুঃখ, করে মোদের একত্রিত,
দুঃখ হরা সকল হিরো, জাগায় প্রাণে শক্তি,
এই একতা, এই শক্তি, আনবে নতুন প্রেরণা,
সকল প্রকার ভালো কাজে- হারবো না আর, হারবো না
ইহাই আমার ব্রত হোক, হোক দেশপ্রেম সাধনা।