সাহিত্য ও মননশীলতা

কবিতা- তাজ উদ্দিন সম্রাট

যে কবিতা রাত জাগা এক পাখি
অপেক্ষায় তার দু’চোখ মেলে রাখি,
নিঃশ্বাসে তার অনুভবের ছোঁয়া
ব্যকুল মনে নীরব স্বরে ডাকি।


যে কবিতা নিঃশ্ব করে আমায়
শুধরে নিতে গভীর জলে নামায়,
তাকেই আমার প্রার্থনাতে রাখি
আবার থাকে প্রেমের হলফনামায়।


যে কবিতা কষ্ট পেয়ে ধুঁকে
ভালোবাসার শুকনো গোলাপ শুকে,
সেই-তো আবার স্বপ্ন দেখার আশা
মাঝ রাত্রী জাগায় আমার বুকে।


যে কবিতা বুকের মাঝে থাকে
নিত্য টানে সুখ-দুখের বাঁকে,
সেই-তো আমার একলা থাকার সুখ
ভালোবাসার নিবিড় প্রেমে আঁকে।


যে কবিতা রোজ আমায় দেয় ফাঁকি
মন মগজে তারেও পুষে রাখি
তার কাছেও অনেক আছে ঋণ
লেনাদেনায় যার পুরোটাই বাকি।


যে কবিতা পূণ্যে ভরায় মন
ভালোবাসায় একলা উচাটন,
সেই কবিতা বাঁচার নতুন দিক
মনের মাঝে করে উন্মোচন।


যে কবিতা ঐশী প্রেমে মজে
যায় না মাপা মিটার কিংবা গজে,
সেই কবিতার আকাশ থাকে বুকে
নিবিড় মনে প্রেমের বাণী ভজে।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।