এ. কে. আজাদ ফাহিম
ব্রি ধান ৯৮ জাতের বৈশিষ্ট্যঃ
১। ব্রি ধান৯৮ তে আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান।
২। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০৩-১০৬ সে. মি.
৩। ডিগপাতা খাড়া এবং পাতার রং গাঢ় সবুজ থাকে।
৪। চাল লম্বা, চিকন ও সাদা। ভাত ঝরঝরে।
৫। ১০০০ টি পুষ্ট ধানের ওজন ২২.৬ গ্রাম।
৬। চালে অ্যামাইলোজ ২৭.৯%।
৭। চালে প্রোটিনের পরিমাণ ৯.৫%।
জীবনকালঃ
এ জাতটির জীবন কাল ১১২ দিন।
ফলনঃ
গড় ফলন ৫.০৯ টন/ হেক্টর। (বিঘা প্রতি প্রায় ১৭ মন) তবে অনুক‚ল পরিবেশে ও উপযুক্ত পরিচর্যায় ৫.৮৭ টন/ হেক্টর পর্যন্ত ফলন দিতে সক্ষম।
ব্রি ধান ৯৮ জাতটির বিশেষ প্রয়োজনীয়তাঃ
১। ব্রি ধান৯৮ একটি স্বল্প জীবনকালীন জাত।
২। ব্রি ধান৯৮ এর জীবনকাল রোপা আউশ মওসুমে বিআর২৬ এর সমান।
৩। এ জাতটির জীবনকাল স্বল্প হওয়ায় রোপা আউশ মওসুমে এ ধান আবাদ করা পর আমন ধান আবাদের সুযোগ তৈরী হবে।
৪। এ জাতে রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত অন্য জাতের চেয়ে অনেক কম।