ব্রি ধান৬৫ জাতের বৈশিষ্ট্যঃ
- পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ৯০-৯৫ সে. মি.।
- গাছ তুলনামূলকভাবে খাটো ও শক্ত তাই হেলে পড়ে না।
- শীষ থেকে ধান সহজে ঝরে পড়ে না।
- চাল মাঝারী চিকন, সাদা এবং ভাত ঝরঝরে।
- এ জাতের ডিগ পাতা খাড়া ও ধানের শীষ উপরে থাকে।
বীজ বপনঃ
- ১৫ চৈত্র -১৫ বৈশাখ অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহ-শেষ সপ্তাহ পর্যন্তÍ বীজতলায় বীজ বপন করার উপযুক্ত সময়।
চারা রোপনঃ
- ২০-২৫ দিন বয়সের চারা রোপন করতে হয়।
জীবনকালঃ
- এ জাতটির জীবন কাল ৮৮-১০০ দিন।
ফলনঃ
- এজাতটির ফলন ৩.৫-৪.০ টন/ হেক্টর। (বিঘা প্রতি প্রায় সাড়ে ১২ মন)।
ফসল কর্তনঃ
- ১৫ আষাঢ়-১৫ শ্রাবণ অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহ হতে শেষ সপ্তাহ পর্যন্তÍ ফসল কাটার উপযুক্ত সময়।
জাতটির বিশেষ প্রয়োজনীয়তাঃ
- এজাতটি বোনা আউশ হিসেবে চাষ উপযোগী।
- এটি আউশ মওসুমের খরা সহনশীল জাত।
- এটি দেশের খরাপ্রবণ এলাকায় বপনযোগ্য ধানের জাত।