চলমান কৃষি

সিলেটের দক্ষিণ সুরমায় বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

সিলেটের দক্ষিণ সুরমায় সোমবার বিকেলে লালাবাজার ইউনিয়নের কুতুবপুর গ্রামে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ব্রি ধান৯৮ জাতের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উক্ত মাঠ দিবসে উপসহকারী কৃষি অফিসার হেলাল আহমেদের সঞ্চালনা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মুহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ খয়ের উদ্দিন মোল্লা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গৌতম পাল ও সফল বীজ উৎপাদনকারী কৃষি উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক আবু সুফিয়ান মো. হাসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ দেবল সরকার, উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দীপংকর সূত্রধর, উপসহকারী কৃষি অফিসার অয়ন সরকার কঙ্কন, স্থানীয় কৃষি উপকরণ ব্যবসায়ী খলিল আহমদ প্রমূখ।

উক্ত মাঠ দিবসে বিভিন্ন গ্রাম থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চলমান কৃষি

ইরির তত্ত্বাবধানে খাগড়াছড়িতে উচ্চ ফলনশীল ধানের বাম্পার ফলন

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি গ্রামে এবং সদর উপজেলার ভূয়াছড়ির নতুন বাজার গ্রামে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) তত্ত্বাবধানে কম সময়ে
চলমান কৃষি

সিলেটের বিশ্বনাথে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী (৮-১০ মে) কৃষি