ময়মনসিংহ অঞ্চলে শুদ্ধাচার পুরস্কার পেলেন উপসহকারী কৃষি অফিসার আজহারুল ইসলাম
BY চাষাবাদ ডেস্ক
August 25, 2023
1.18K Views
কৃতজ্ঞতা প্রকাশ:
২০২২-২৩ অর্থবছরে ময়মনসিংহ অঞ্চলের মধ্যে উপসহকারী কৃষি অফিসার হিসেবে আজহারুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, আটপাড়া, নেত্রকোণাকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে, জনাব সুশান্ত কুমার প্রামানিক, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ ২৫/০৮/২৩ ইং তারিখে জনাব আজহারুল ইসলাম কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন। আজহারুল ইসলাম শুদ্ধাচার পুরুষ্কার পাওয়ার তিনি জনাব মোহাম্মদ নুরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোনা, মহোদ্বয়কে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফয়জুন নাহার নিপা স্যার, উপজেলা কৃষি অফিসার, আটপাড়া, নেত্রকোনা। সেই সাথে আটপাড়া উপজেলার সকল উপসহকারী কৃষি অফিসার ও অফিস স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সকলের কাছে তিনি তাহার উত্তর উত্তর সাফল্য ও ন্যায় নিষ্ঠার সাথে কর্মজীবন পরিচালনার জন্য দোয়া চাইলেন।
ভাল কাজের ফলাফল আল্লাহ তায়ালা দুনিয়ার বুকে প্রকাশ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি অফিসার গণ নিরলস ভাবে মাঠে কাজ করে যাচ্ছেন। যার প্রতিফন ঘটছে কৃষি নির্ভর বাংলাদেশের নিরাপদ ফসল উৎপাদনে।
ন্যায় নিষ্ঠার সাথে চাকুরি ও কৃষকের সাথে কাদে কাদ মিলিয়ে কাজ করার মধ্যে যে তৃপ্তি তা তিনি খুজে পেয়েছেন।
উল্লেখ্য, আজহারুল ইসলাম চাষাবাদ ডটকম এর চীফ টেকনোলোজি অফিসার (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করছেন।