সাহিত্য ও মননশীলতা

এ কি অশ্রু এ কি রক্ত ! – আল মাহমুদ

আমরা ভালোবাসতে বাসতে হয়ে গেছি
প্রেমের এক ফোঁটা অশ্রুজল।
একদা এই এক ফোঁটা অশ্রুজলকে স্থান করে দিতে
কারা যেন তাজমহল গড়ে তুলেছিল।
ব্যপারটা আমরা না বললেও ইতিহাস
আপন মনে নিজের কথা নিজেই বলতে থাকে।

আমরা সেই ভাষা শিখিনি বলে
কিছু পড়তে পারি না।
আমরা নিজেকে মূর্খ বলতেও লজ্জাবোধ করি।
তবু, কে যেন আমাদের পাশ থেকে
বলে ওঠে শিশুর মতো কলরব তুলে-
ঐ তো তাজমহল
পাথরে লেখা একগুচ্ছ কবিতামাত্র।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।