কনক চন্দ্র রায় এর কবিতা – কর্মফল

যখন পৃথিবী ধূ ধূ মরুভুমি হবে,
কিংবা অর্ধ স্থলভাগ সমুদ্র গর্ভে যাবে,
বিষাক্ত হবে মাটি, পানি ও বায়ু,
অর্ধাহারে অনাহারে গণহারে মরবে মানুষ,
বিলীন ও কালিমালিপ্ত হতে থাকবে মানব সভ্যতা।
তখনও কি মানুষ তুমি বুঝবে না?
উন্নত, আরো উন্নত হতে গিয়ে, ধ্বংস করেছে সভ্যতা।
এটম বোমা বানিয়ে বিশ্বনেতা হয়েছে, হয়েছে বঞ্চিত জনগণ,
বোমা ফাটিয়ে মানুষ মেরেছে, করেছ মাটি পানি বায়ু দূষণ।
জ্বালানি পুড়িয়ে বাড়িয়েছ শক্তি, বিষাক্ত করেছ বায়ু, নির্বিচার বিষে উৎপাদন বাড়িয়েছ, কমিয়েছ নিজ আয়ু।
কমিয়েছ খরচ মিষ্টি রঙে, ফুড গ্রেড রং দামি,
মেরেছ মানুষ কতশত শিশু-কিশোর-বৃদ্ধ, হিসাব না জানি?
বেশি লাভ করে বেচেছ ১২০০, কিনেছে ৬৫০,
ফসল পুরে যায়, উৎপাদন কমে, কৃষক করে হাঁসফাঁস,
সেই হাঁসফাঁস হা হা কার রবে, হা হা কার করে সবাই,
ফসল ফলাই আর নাই ফলাই নিত্যদিন অন্ন চাই।
পুষ্টি পাবে বলে খেয়েছ খাবার, তাইই করে জীবন ক্ষয়,
মুগ্ধ পাঠক রাজা পুস্তক সমাপ্ত করে জন্য হয় জীবন লয়।
সৃষ্টিকর্তায় বিশ্বাস এনে, করেছ মানুষ হিংসা,
সেই হিংসায় স্বজাতি খুশি, মানব জাতি হয় ধ্বংস।
তখনও কি মানুষ তুমি বুঝবে না?
এ নয় আযাপ, এ নয় দৈব, এ নয় প্রকৃতির খেল!
এটা প্রকৃতির প্রতিশোধ, এটা তোমারি কর্ম, তোমারি কর্মফল।