সাহিত্য ও মননশীলতা

নাতে রাসুল (সা.) – শাহ পারভেজ

হে প্রিয় রাসুল তুমি মোর প্রেম
তুমি মোর স্বপ্ন তুমি মোর ধ্যান।
হে প্রিয় রাসুল তুমি মোর জ্ঞান
তুমি মোর শিহরণ তুমি মোর প্রাণ।

আঁধারে ডুবে থাকা মানবজাতির
আলো হয়ে গড়ে দিলে সুখময় নীড়।
ভেঙ্গে দিতে ছিল যত ভ্রান্তি ও ভুল,
মরু বুকে ফোটালে রহমের ফুল।
তুমি ছড়িয়েছো সদা শুদ্ধ কিরণ
হে প্রিয় রাসুল তুমি মোর প্রেম
তুমি মোর স্বপ্ন তুমি মোর ধ্যান ।

আঘাত সয়েছো শত তুমি নিরবে
করতে কায়েম দিন এই ভুবনে।
হারিয়েছো মোবারক দন্ত তোমার
তুমি ছিলে জগতের সেরা উপহার।
তুমি শুনিয়েছো সদা শুদ্ধ বচন,,,,
হে প্রিয় রাসুল তুমি মোর প্রেম
তুমি মোর স্বপ্ন তুমি মোর ধ্যান।

অসুস্থ জনকে দিয়েছো সেবা
তোমার মতো এমন আছে কেবা।
দু:খী জনে দিয়েছো স্বপ্ন, আশা
বিলিয়ে দিয়েছো ভালবাসা।
তুমি দেখিয়েছো সদা শুদ্ধ স্বপন
হে প্রিয় রাসুল তুমি মোর প্রেম
তুমি মোর স্বপ্ন তুমি মোর ধ্যান।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।