সাহিত্য ও মননশীলতা

আক্ষেপ – হুসাইন মুহাম্মদ ফাহিম

কবিতা পাঠের উপযুক্ত হবার আগেই

মেয়েটি ছেলেটির প্রেমে পড়লো।

ছেলেটি তাকে শেখালো

আলিঙ্গনপদ্ধতি

ও চুম্বনের বিবিধ কৌশল।

 

মেয়েটি ছেলেটির সঙ্গে

অন্ধকারে সাজালো পৌরাণিক বাসর

এবং তাদের সম্পর্কের ভিত মজুদ করলো

বিতারিত ইবলিস।

 

মেয়েটিকে আমি

হৃদয় শেখাতে চেয়েছিলাম। 

অথচ কবিতা পাঠের উপযুক্ত হবার আগেই

সে ছেলটির প্রেমে পড়লো!

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।