ডিপ্লোমা প্রকৌশল শিক্ষা কোর্সকে বিএসসি (পাস) সমমান মর্যাদা দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে আইডিইবি। একই সঙ্গে সরকারের এ উদ্যোগ ‘বাধাগ্রস্ত’ করতে যারা প্রচার চালাচ্ছে তার প্রতিবাদ জানান আইডিইবি নেতারা। দ্রুত সময়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি মর্যাদা দেওয়ার দাবিতে সংগঠনটি এক মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে।
৪ মে (শনিবার) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে সংবাদ সম্মেলনে দাবি ও কর্মসূচি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান-মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এছাড়া জাতীয় মেধার অপচয় রোধ ও প্রশাসনে শ্রেণি স্বার্থ দ্বন্দ্ব নিরসন করা। রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের সিদ্ধান্ত বন্ধ ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীত করতে হবে। এছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে দুই বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ দিতে ৪ দফা দাবি জানানো হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৭-১১ মে দেশের সব জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন, ১২-১৮ মে আইডিইবি জেলা নির্বাহী কমিটির উদ্যোগে সব পলিটেকনিক ইনস্টিটিউটের বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, পেশাজীবী অন্যান্য সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় ও জনগণকে অবহিতকরণ।
১৯-২৩ মে ঢাকায় সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্ব স্ব প্রধান দপ্তরে প্রতিবাদ সভা ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান। ২৬ মে কেন্দ্রীয়ভাবে ঢাকায় আইডিইবি ঢাকা জেলা, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বাকাছাপ ও সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব সম্মুখে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা। মিছিল শেষে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান।
২৭-৩০ মে পর্যন্ত সব জেলা ও সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে প্রতিবাদ সভা করা। সভা শেষে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়া।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, মো. আব্দুল কুদ্দুছ, মো. সিরাজুল ইসলাম, মো. ইদরীস আলী, সৈয়দ মুন্তাসীর হাফিজ, মো. গিয়াস উদ্দিন, মো. শাহজাহান কবির, মো. নাজমুল হাসান, মির্জা এ টি এম গোলাম মোস্তফা প্রমুখ।