দানা জাতীয় ফসল বোরো মওসুমের জাত ব্রি ধান৫০ : বাসমতি নয় বাংলামতি BY চাষাবাদ ডেস্ক November 19, 2023 432 Views ব্রি ধান৫০ জাতের বৈশিষ্ট্যঃ পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ৮২ সে. মি.। গাছ সহজে হেলে পড়ে না। চাল লম্বা, চিকন ও সাদা। ভাত ঝরঝরে। বীজ বপনঃ ১-২০ অগ্রহায়ণ অর্থাৎ ১৫ নভেম্বর-৪ ডিসেম্বর পর্যন্তÍ বীজতলায় বীজ বপন করার উপযুক্ত সময়। চারা রোপনঃ ৩৫-৪০ দিন বয়সের চারা রোপন করতে হয়। জীবনকালঃ এ জাতটির জীবন কাল ১৫৫ দিন। ফলনঃ এজাতটির ফলন ৬.০ টন/ হেক্টর। (বিঘা প্রতি ২০ মন)। ব্রি ধান৫০ জাতটির বিশেষ প্রয়োজনীয়তাঃ এজাতের চালে সুগন্ধি আছে। চালের মান বাসমতির মত। এ জাতটির ধান ও চাল সহজেই দৃষ্টি আকর্ষণ করে। এ জাতটির চাল বিদেশে রফতানিযোগ্য।