উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৫ নভেম্বর ২০২৩ বুধবার সকল ১১ টায় ওসমানী নগর উপজেলা প্রাঙ্গণে কৃষি প্রণোদনা কমসুচির আওতায় হাইব্রিড বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ উন্মে তামিমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ (ভিপি), বিশেষঅতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃলিলুউর রহমান (পংকি), উপজেলার উপসহকারী কৃষি অফিসার বৃন্দ প্রমূখ।
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের উপস্থিতিতে জন প্রতি দুই কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়।
উল্লেখ্য, চলতি ২০২৩-২৪ অর্থ বছরে রবি মওসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ওসমানীনগর উপজেলায় তিন হাজার একশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হবে।