সাহিত্য ও মননশীলতা

তর্জনী – শাহ পারভেজ

“একটি তর্জনী হুংকার ছাড়লো
অগোছালো নাবিকেরা সারি সারি দাঁড়ালো”
যার যা আছে তাই নিয়ে সামনে
এগিয়ে যেতে হবে বলে দিলো কেমনে।

হানাদার শিয়ালেরা শকুনের চিত্রে
খামচে দিতে চায় মৃত্তিকা গতরে
সোনার দেশ কেন হায়েনার দখলে
পড়ে রবে চিরকাল অন্ধ মহলে?
ভাষাটা পারেনি, দেশটা নিতে চায়
তর্জনী একে একে সবই বলে যায়।

তর্জনীর ইশারায় বুঝিয়ে দিয়ে সব
সাজ সাজ রবে যুদ্ধ উৎসব
থামবোনা আর মোরা সামনে আগাবো
শত্রুর খুলিটাকে গুলি করে উড়াবো
একটি তর্জনী, দৃপ্ত স্লোগান
“এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম “
একটি তর্জনী, দৃপ্ত হুংকারে
এনে দিলো স্বাধীনতা বাংলার প্রতিঘরে।

`আকাঙ্খার বিলাপ’ কবিতাগ্রন্থ থেকে প্রকাশিত।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।