সাহিত্য ও মননশীলতা

নাতে রাসুল (সা.) – শাহ পারভেজ

হে প্রিয় রাসুল তুমি মোর প্রেমতুমি মোর স্বপ্ন তুমি মোর ধ্যান।হে প্রিয় রাসুল তুমি মোর জ্ঞানতুমি মোর শিহরণ তুমি মোর প্রাণ। আঁধারে ডুবে থাকা মানবজাতিরআলো হয়ে গড়ে দিলে সুখময় নীড়।ভেঙ্গে দিতে ছিল যত ভ্রান্তি ও ভুল,মরু বুকে ফোটালে রহমের ফুল।তুমি ছড়িয়েছো সদা শুদ্ধ কিরণহে প্রিয় রাসুল তুমি মোর প্রেমতুমি মোর স্বপ্ন তুমি মোর ধ্যান । […]

সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়। মিশে আছো কোটি অন্তরেস্বাধীনতার শত মন্তরেবাঙালি জাতি সত্তায়তুমি আছো মিশে পুরো পতাকায়। মিশে আছো বজ্র কণ্ঠেস্বপ্নদ্রষ্টা শ্বাশত কণ্ঠেজাগ্রত বাঙালি চেতনায়তুমি আছো মিশে ধ্বনিময় বাংলায়।