দানা জাতীয় ফসল

বিনা ধান২৫ বাংলার বাসমতি, সরু ধানে নতুন আশা

বিনা ধান২৫ জাতটির বৈশিষ্ট্য :

এজাতটি উচ্চফলনশীল, স্বল্প মেয়াদী, আলোক অসংবেদনশীল।

পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা ১১৬ সে.মি.।

ধান পরিপক্ক হওয়ার পরও ডিগাপাতা গাঢ় সবুজ এবং খাড়া থাকে।

এ জাতের গাছ লম্বা তবে শক্ত বিধায় হেলে পড়ে না।

প্রতি গাছে ১০-১২টি কুশি থাকে। ছড়া গড় দৈর্ঘ্যে ২৭.০ সে.মি. লম্বা।

শীষে পুষ্ট দানার পরিমাণ ১৫০-১৫৫টি।

১০০০ টি পুষ্ট ধানের ওজন গড়ে ১৯.৭ গ্রাম।

অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৫.১ ভাগ।

প্রোটিনের পরিমাণ শতকরা ৬.৬ ভাগ।

বপনের সময় :

বোরো মৌসুমে অঞ্চলভেদে নভেম্বর মাসের ৩য় সপ্তাহ হতে ডিসেম্বরের ৩য় সপ্তাহ (অগ্রহায়ণের ১ম সপ্তাহ থেকে পৌষের ১ম সপ্তাহ) ।

রোপনের সময় :

৩০-৪০ দিন বয়সের চারা রোপন করা উত্তম।

জীবনকাল :

বোরো ধানের স্বল্প মেয়াদী এজাতটির জীবনকাল ১৩৮-১৪৮ দিন।

ফলন :

হেক্টর প্রতি গড় ফলন ৭.৬ টন অর্থাৎ বিঘা প্রতি গড় ফলন ২৫ মন।

উপযুক্ত পরিচর্যা ও পরিবেশে হেক্টর প্রতি সর্বোচ্চ ফলন ৮.৭ টন অর্থাৎ বিঘা প্রতি ২৯ মন।

বিনা ধান২৫ জাতটির বিশেষ প্রয়োজনীয়তা :

চাল প্রিমিয়াম কোয়ালিটির অতি লম্বা ও সরু।

ভাত সাদা, ঝরঝরে ও সুস্বাদু ফলে বাজারমূল্য বেশি এবং রপ্তানী উপযোগী।

তথ্যসূত্র :

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দানা জাতীয় ফসল

ধানের জাত পরিচিতি | আউশের নতুন জাত ব্রি ধান৯৮

এ. কে. আজাদ ফাহিম ব্রি ধান ৯৮ জাতের বৈশিষ্ট্যঃ১। ব্রি ধান৯৮ তে আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান।২। পূর্ণ বয়স্ক
চলমান কৃষি দানা জাতীয় ফসল

এসে গেছে ডায়াবেটিক ধান, ডায়াবেটিস রোগীরাও নিয়মিত খেতে পারবেন ভাত

নিত্য নতুন আধুনিক ধানের জাত উদ্ভাবন করে নিয়মিত চমক দেখাচ্ছেন বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউট এর বিজ্ঞানীরা। তারই ধারাবাহিকতায় এবারের সুখবর