আসলো বনে ভোট – তাজ উদ্দিন সম্রাট
আসলো বনে ভোটবাঁধলো সবাই জোট,শেয়াল, কুকুর প্রার্থী হলোমুরগি দেবে ভোট। মুরগির চোখের বাতিকচেনে না ঠিক প্রতীক, আনলো ডেকে ইঁদুর-বেড়াল,আনলো ডেকে বেঁজি ভোট হলো খুব ইজি। হারলো ভোটে কুকুর, আহা!জিতলো পাঁজি শেয়াল,সব কুকুরে এক হয়ে তারকরলো দশা বেহাল। প্রাণের ভয়ে পালায় শেয়ালগর্তে বুড়ো ঠ্যাং তার ভিতর ব্যাঙ ডাকেঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।।