সাহিত্য ও মননশীলতা

আমি ধান চাষ করি ভাই – নবকুমার

আমি ধান চাষ করি ভাই, আমি গম চাষ করি

আমি চাল ধার করে খাই, আমি উপবাস করি

আমি তাঁত শিল্পী, টানা-পোড়েনে নক্সা ঢালি

আমি প্রায় বস্ত্রহীনা, পরনে ঢাকাই তালি

আমি রাজমিস্ত্রি, নিজের জোটে না বাঁশের খুঁটো

কত ঘর বানাই ইঁটের বারুই- এর ঘরই ফুঁটো।

 

 

 

দাবিদার রোজ খাবি খায়, ছড়িদার ঘোরায় ছড়ি

আমি চাল ধার করে খাই, আমি উপবাস করি।

কপালে ঘাম জমেছে, পায়ে সেই ঘাম ঝরেছে

শরীরে রোগ জমেছে, অকালে প্রাণ ঝরেছে।

 

 

 

সমানে জুগিয়ে গেছি যত ভাত কাপড় লাগে

সমানে জুগিয়ে গেছি যত খড় চালে লাগে

তবে না ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার মশাই

অফিসার, উকিল হলেন, আমায় কী দিলেন মশাই

কী দিলেন, কী না দিলেন, কত আর হিসেব করি

দিয়েছি দিয়েই যাবো,আজীবন খেটেই মরি।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।