সুযোগ

২৩৬০ উপসহকারী কৃষি অফিসার নিয়োগ দেবে পিএসসি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি অফিসার বা সমমান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে ২৩৬০ টি পদের জন্য আগ্রহীর আগামী ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন বলে বলা হয়েছে।

প্রার্থীকে স্বীকৃত ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার পাস হতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আবেদন ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটঅথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটেকমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।

উপসহকারী কৃষি অফিসার পদটি ১০ম গ্রেডের। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সুযোগ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে শতাধিক পদে নতুন নিয়োগ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৩তম ও
সুযোগ

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ, দৈনিক ভাতা থাকছে ২০০ টাকা

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। ভর্তি হতে