শাক-সবজি

একটি বেগুনের ওজন এক কেজি : বারি বেগুন-১২

|| এ. কে. আজাদ ফাহিম ||

বারি বেগুন-১২ জাতের বৈশিষ্ট্যঃ

  • গাছ লম্বা আকৃতির, ঝোঁপালো ও সবুজ রঙের হয়।
  • গাছ প্রতি ফলের সংখ্যা ১০-১২ টি।
  • ফল সবুজ বর্ণের এবং আকার লম্বা ও বেলুনাকৃতির হয়।
  • ফল লম্বায় ২০-৩০ সে. মি. (৭-১২ ইঞ্চি) এবং ব্যাস ১০-১২ সে. মি. (৪-৫ ইঞ্চি)।
  • ফলের গড় ওজন ৬০০-৭০০ গ্রাম।
  • এজাতটি তাপ সংবেদনশীল হওয়ায় শুধুমাত্র রবি মওসুমেই চাষ উপযোগী।

জীবনকালঃ

  • বীজ বপনের ১০০-১১০ দিনের মধ্যে প্রথম ফল সংগ্রহ করা যায়।
  • ১৭৫-১৯০ দিন পর্যন্ত লাভজনকভাবে ফল সংগ্রহ করা যায়।

বীজ বপনঃ

  • শীতকালীন চাষের জন্য বীজতলায় বীজ বপনের উপযুক্ত সময় শ্রাবণের মাঝামাঝি-আশ্বিন মাস (আগস্ট-সেপ্টেম্বর) পর্যন্ত।
  • প্রতি হেক্টর জমির জন্য বীজ প্রয়োজন ১০০-১৩৫ গ্রাম।
  • বিঘা প্রতি প্রয়োজন প্রায় ১৩-১৮ গ্রাম

চারা রোপনঃ

  • বীজ বপনের ৩০-৩৫ দিন পর চারা রোপন উপযোগী হয়।
  • ৭০ সে. মি. (২৭ ইঞ্চি) চওড়া বেড করে এক সারি চারা রোপন করতে হবে।
  • সারিতে গাছ থেকে গাছের দূরত্ব ৭০ সে. মি. (২৭ ইঞ্চি) হবে।
  • সেচের সুবিধার জন্য ২ বেডের মাঝখানে ২৫ সে. মি. (১০ ইঞ্চি) নালা রাখতে হবে।

ফলনঃ

  • এ জাতটির হেক্টর প্রতি গড় ফলন ৪০-৬০ টন।
  • শতক প্রতি গড় ফলন ১৬০-২৪০ কেজি।

বারি বেগুন-১২ জাতের বিশেষ প্রয়োজনীয়তাঃ

  • এটি ঢলে পড়া রোগ প্রতিরোধী জাত।
  • এজাতটি আকারে বড় হওয়ায় ভাজি ও ভর্তা খেতে সুস্বাদু এবং দেখতে আকর্ষণীয়।
Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

শাক-সবজি

মিষ্টি কুমড়া চাষাবাদ প্রযুক্তি

উপযুক্ত মাটিঃজৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটি মিষ্টিকুমড়া চাষাবাদের জন্য উত্তম তবে চরাঞ্চলে পলি ও বেলে মাটিতে মিষ্টি কুমড়ার ভালো ফলন
শাক-সবজি

বেগুন চাষাবাদের সহজ পদ্ধতি

বেগুন অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয় একটি সবজি। এর অনেক পুষ্টিগুণাগুণও রয়েছে। এই সবজি প্রায় সারা বছরই চাষ করা যায়। আবাদের